Fake Rupees | নোটবন্দির পরেও দেশে ৫০০ টাকার জাল নোটের সংখ্যা বেড়েছে চার গুণ
Thursday, November 28 2024, 6:02 pm
Key Highlights২০১৮, ২০১৯ সাল থেকে ২০২৩, ২০২৪ অর্থবর্ষের মধ্যে পাঁচ বছরে, দেশে ৫০০ টাকার জাল নোটের সংখ্যা চার গুণ হয়েছে।
দেশে জাল নোট বাজেয়াপ্ত করতে নোটবন্দি করেছিল কেন্দ্র সরকার। কিন্তু তাতেও হয়নি সুরাহা। তথ্য অনুযায়ী, ২০১৮, ২০১৯ সাল থেকে ২০২৩, ২০২৪ অর্থবর্ষের মধ্যে পাঁচ বছরে, দেশে ৫০০ টাকার জাল নোটের সংখ্যা চার গুণ হয়েছে। এমনকি ২০২০, ২০২১ থেকে ৩ বছরে সার্কুলেশানে জাল ২০০০ টাকার নোটের সংখ্যা বেড়েছে ৩ গুণ। সম্প্রতি কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধরী লোকসভায় এক প্রশ্নের উত্তরে লিখিত ভাবে এই পরিসংখ্যান পেশ করেছেন।

