শহর কলকাতা

Barasat Fire | ২৪ঘন্টা পেরিয়েও বারাসাতে ধিকিধিকি জ্বলছে আগুন, চিন্তা বাড়াচ্ছে পকেট ফায়ার

Barasat Fire | ২৪ঘন্টা পেরিয়েও বারাসাতে ধিকিধিকি জ্বলছে আগুন, চিন্তা বাড়াচ্ছে পকেট ফায়ার
Key Highlights

পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বারাসতের কারখানার আগুন। বেশ কিছু জায়গায় এখনও ধিকিধিকি জ্বলছে আগুন। পকেট ফায়ারই এখন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দমকল কর্মীদের কাছে।

শনিবার সন্ধ্যা ৭টা নাগাদ বারাসতের পীরগাছা শিমুলতলা এলাকার একটি কারখানা এবং কয়েকটি গোডাউনে বিধ্বংসী আগুন লাগে। রাতভর দমকলের 20টি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও সম্পূর্ণ নেভানো যায়নি। বেশ কিছু জায়গায় এখনও ধিকিধিকি আগুন জ্বলছে। দমকল কর্তৃপক্ষের দাবি জায়গায় জায়গায় পকেট ফায়ার দেখা দেওয়ায় এখনও বিপদের আশঙ্কা রয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনে ফোমের সাহায্য নেওয়া হবে বলে খবর। আগুন সম্পূর্ণ নিভে গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত ভাবে জানা যাবে।