Proba-3 | ইসরোর সাহায্যে ভারতের মাটি থেকে উৎক্ষেপণ হবে ইউরোপীয় মহাকাশযান Proba 3 এর
আগামী মাসের শুরুতে ইউরোপীয় মহাকাশ সংস্থার প্রোবা ৩ মিশন চালু হবে।
ইসরোর সাহায্যে মহাকাশে পাড়ি দেবে ইউরোপীয় মহাকাশ সংস্থার Proba 3। জানা গিয়েছে, আগামী মাসের শুরুতে ইউরোপীয় মহাকাশ সংস্থার প্রোবা ৩ মিশন চালু হবে। শ্রীহরিকোটার স্থানপোর্ট থেকে দুটি প্রোবা ৩ মহাকাশযান PSLV XL লঞ্চার দ্বারা একসাথে উৎক্ষেপণ করা হবে। প্রোবা ৩ এর উপগ্রহগুলি অভিনব পদ্ধতিতে সূর্যকে পর্যবেক্ষণ করবে। প্রোবা ৩ এর দুটি উপগ্রহ সূর্যের করোনার স্থির দৃষ্টিভঙ্গি দেখাতে সক্ষম করবে। উল্লেখ্য, এটি ইউরোপীয় মহাকাশ সংস্থার প্রথম মিশন যা ভারত থেকে উৎক্ষেপণ করা হচ্ছে।