দেশবিশেষ করোনা শুল্ক আদায় করে গরিবদের মধ্যে তা বণ্টন করতে হবে, প্রস্তাব বিশেষজ্ঞদের
একদিকে দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষার চেষ্টা; আবার এই মহামারীর মধ্যেও দেশের অর্থনীতির হাল ধরে রাখা গুরুত্বপূর্ণ। গত বছর যথাক্রমে দেশের জাতীয় উৎপাদন ৭.৭ শতাংশ এবং আন্তর্জাতিক অর্থ ভান্ডারে ৪.৪ শতাংশ উৎপাদন হ্রাস পেয়েছে। বিশেষজ্ঞদের মতে এমন পরিস্থিতিতে দুটো পদক্ষেপ করা প্রয়োজন। প্রথমত, একটা আয়সীমার উপর যাঁরা থাকতে পেরেছেন, তাঁদের উপর বিশেষ করোনা শুল্ক বা সেস বসানো উচিত। দ্বিতীয়ত, উচ্চবিত্ত সম্প্রদায়কে বাদ দিয়ে অধিকাংশ নাগরিকের জন্য ন্যূনতম মাসিক ভাতার বন্দোবস্ত করা দরকার।