Manchester United | ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের দায়িত্ব হারালেন এরিক টেন হ্যাগ, কে পূরণ করলেন এই শূন্যস্থান?

Monday, October 28 2024, 4:38 pm
Manchester United | ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের দায়িত্ব হারালেন এরিক টেন হ্যাগ, কে পূরণ করলেন এই শূন্যস্থান?
highlightKey Highlights

ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের দায়িত্ব হারালেন এরিক টেন হ্যাগ।


 ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের দায়িত্ব হারালেন এরিক টেন হ্যাগ। আড়াই বছর পর সম্পর্ক ছেদ হল দুই পক্ষের। তাঁর জায়গায় দায়িত্ব পেয়েছেন রুদ ফান নিস্টলরয়। ২০২২ সালে এরিক টেন হ্যাগ ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেন। এরিক প্রিমিয়ার লিগে মোট ৮৫টি ম্যাচে দলকে কোচিং করান। তাঁর অধীনে দল ৪৪টি ম্যাচ জিতেছে ও ১৪টিতে হেরেছে। জয়ের হার ৫২ শতাংশ হলেও ব্যর্থতার অন্যতম কারণ হচ্ছে পারফরম্যান্সের ধারাবাহিকতার অভাব।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File