EPFO Pension | EPFO পেনশনের জন্য তথ্য আপলোড করার সময়সীমা বৃদ্ধি, কবের মধ্যে শেষে করতে হবে কাজ?

Thursday, December 19 2024, 10:53 am
highlightKey Highlights

EPFO পেনশনের জন্য তথ্য আপলোড করার সময়সীমা বৃদ্ধি করা হলো। ৩১ জানুয়ারির মধ্যে শেষ করতে হবে এই কাজ।


EPFO পেনশনের জন্য তথ্য আপলোড করার সময়সীমা বৃদ্ধি করা হলো। ৩১ জানুয়ারির মধ্যে শেষ করতে হবে এই কাজ। কর্মীদের বেতনের বিবরণ অনলাইনে আপলোড করার সময়সীমা বাড়াতে নিয়োগকর্তা এবং তাদের সংগঠনের তরফ থেকে আর্জি জানানো হয়। সেই কারণে, শ্রম মন্ত্রকের তরফে নিয়োগকর্তাদের একটি ‘শেষ সুযোগ’ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। EPFO যে ৪.৬৬ লক্ষের বেশি আবেদন খতিয়ে দেখার পরে অতিরিক্ত তথ্য এবং ব্যাখ্যা নিয়োগকর্তাদের কাছে চেয়েছে তার সমস্ত জবাব বা আপডেট ১৫ জানুয়ারির মধ্যে দেওয়ার নির্দেশও দিয়েছে শ্রম মন্ত্রক।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File