EPFO Interest । বাড়ল EPFO-র সুদের হার! নয়া সুদের হার বেড়ে হচ্ছে ৮.২৫ শতাংশ!

Friday, July 12 2024, 12:20 pm
EPFO Interest । বাড়ল EPFO-র সুদের হার! নয়া সুদের হার বেড়ে হচ্ছে ৮.২৫ শতাংশ!
highlightKey Highlights

বাড়ানো হলো ইপিএফও সুদের হার। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের নয়া সুদের হার বেড়ে ৮.২৫ শতাংশ হচ্ছে।


বাড়ানো হলো ইপিএফও সুদের হার। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের নয়া সুদের হার বেড়ে ৮.২৫ শতাংশ হচ্ছে। এর আগে এই সুদের হার ছিল ৮.১৫ শতাংশ। অর্থাৎ এই দফায় ইপিএফও-র সুদের হার বাড়ছে ০.১০ শতাংশ। এছাড়াও সূত্রের খবর, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে কর্মীদের বেতন সীমা বাড়ানো হতে পারে এবারের বাজেটে। এক দশক ধরে এই সীমা ১৫,০০০ টাকা রয়েছে। রিপোর্ট অনুযায়ী, আসন্ন পূর্ণাঙ্গ বাজেটে এই সীমা বাড়িয়ে ২৫,০০০ টাকা করার কথা বিবেচনা করছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক।  




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File