Kedarnath-Badrinath | কেদারনাথ-বদ্রীনাথে নিষিদ্ধ হতে চলেছে অ-হিন্দুদের প্রবেশ!

Monday, January 26 2026, 1:48 pm
Kedarnath-Badrinath | কেদারনাথ-বদ্রীনাথে নিষিদ্ধ হতে চলেছে অ-হিন্দুদের প্রবেশ!
highlightKey Highlights

এবার থেকে কেদারনাথ-বদ্রীনাথ মন্দির দর্শন করতে পারবেন কেবল হিন্দু ধর্মাবলম্বীরই।


আগামী ২৩ এপ্রিল থেকে খুলছে কেদারনাথ-বদ্রীনাথের মন্দিরগুলি। তার আগেই বড় ঘোষণা। এবার থেকে কেদারনাথ-বদ্রীনাথ মন্দির দর্শন করতে পারবেন কেবল হিন্দু ধর্মাবলম্বীরই। নিষিদ্ধ হতে চলেছে অ-হিন্দুদের এই তীর্থস্থলে প্রবেশ। তবে বর্তমানে বিষয়টি প্রস্তাবের পর্যায় থাকলেও সূত্রের খবর, খুব শিগগির নতুন নিয়ম ঘোষণা করবে মন্দির কর্তৃপক্ষ। উত্তরাখণ্ড কেদারনাথ বদ্রীনাথ মন্দির কমিটি (বিকেটিসি) নিয়ন্ত্রিত তীর্থস্থানের ৪৫টি মন্দিরেই অ-হিন্দু প্রবেশ নিষিদ্ধ হতে চলেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File