Pakistan Airstrikes । পাকিস্তানের অতর্কিত হামলায় নিশ্চিহ্ন আফগানিস্তানের আস্ত একটা গ্রাম, মৃত ১৫, আহত একাধিক

Wednesday, December 25 2024, 7:20 am
highlightKey Highlights

আফিগানিস্তানে ভয়ংকর বিমান হামলা চালাল পাকিস্তান। ঘটনায় মৃত ১৫। বিমান হামলায় বারমালের মুর্গ বাজার গ্রামটি ধ্বংস হয়ে গিয়েছে বলে খবর।


গতকাল রাতে আফগানিস্তানের বারমালের লামানসহ ৭ টি গ্রামে হামলা করে পাক বায়ুসেনার বিমান। বিমান হামলায় বারমালের মুর্গ বাজার গ্রামটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। ধ্বংস হয়েছে তালিবানের প্রশিক্ষণ কেন্দ্রটিও। রিপোর্ট অনুযায়ী, এ ঘটনায় নারী ও শিশু সহ ১৫ জন মারা গিয়েছে। আহত একাধিক। উদ্ধার অভিযান এখনও চলছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। পাক সেনার এই অতর্কিত বিমান হামলার চরম নিন্দা করেছে তালিবানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। পাল্টা হামলার হুঁশিয়ারিও দিয়েছে তালিবানেরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File