Kannauj Station Roof Collapsed । ভেঙে পড়লো রেলস্টেশনের আস্ত ছাদ, কনৌজে ধ্বংসস্তূপের নীচে বহু শ্রমিক

Saturday, January 11 2025, 12:57 pm
highlightKey Highlights

শনিবার কনৌজ রেলস্টেশনের নির্মীয়মাণ ছাদের খানিকটা অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে আচমকা। কাজ করতে গিয়ে ধ্বংসস্তূপে চাপা পড়েছেন বহু শ্রমিক।


চলছিল কাজ। হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়লো নির্মীয়মান রেলস্টেশনের ছাদ। চাপা পড়লো একাধিক শ্রমিক। সূত্রের খবর, শনিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কনৌজে। এদিন দুপুর আড়াইটে নাগাদ কনৌজে রেলস্টেশনের ছাদে সৌন্দর্যায়নের কাজে নিযুক্ত ছিলেন বহু শ্রমিক। কাজের মাঝে হঠাৎ স্টেশনের ছাদের একাংশ ভেঙে পড়ে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। আহত অবস্থায় ১২ জনকে উদ্ধার করা হয় যাদের মধ্যে ৬ জনের অবস্থা সংকটজনক। ধ্বংস্বস্তুপের নিচে আটকে পড়া বাকি শ্রমিকদের উদ্ধারের কাজ এখনও চলছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File