নতুন বছরেই নেটফ্লিক্সে কমেডিয়ান কপিল শর্মা, ভিডিও পোস্ট করে কী জানালেন?

Friday, January 15 2021, 10:59 am
নতুন বছরেই নেটফ্লিক্সে কমেডিয়ান কপিল শর্মা, ভিডিও পোস্ট করে কী জানালেন?
highlightKey Highlights

নতুন বছরেই ওয়েব দুনিয়ায় সফর শুরুর কথা জানিয়েছিলেন কমেডিয়ান কপিল শর্মা। জায়েন্ট নেটফ্লিক্সে দেখা যাবে তাঁকে। মঙ্গলবার নিজেই একথা জানালেন ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করে। বড় কোনও ঘোষণা করার আভাস সোমবারই টুইটারে দিয়েছিলেন কপিল। লিখেছিলেন, অনুরাগীরা যেন শুভ সংবাদের জন্য তৈরি থাকেন। তা শুনে অনুরাগীরা অনেকেই ভেবেছিলেন, দ্বিতীয় সন্তানের আগমন বার্তা হয়তো ঘোষণা করবেন জনপ্রিয় কমেডিয়ান। কারণ কিছুদিন আগেই তাঁর স্ত্রী গিন্নির অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়েছিল। সেই খবরেই হয়তো সিলমোহর দেবেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File