সিদ্ধার্থের মৃত্যুর একমাস পর স্বাভাবিক ছন্দে ফিরে নিজের অনুরাগীদের ঘুরে দাঁড়ানোর বার্তা দিলেন শেহনাজ
Thursday, October 21 2021, 3:57 am
Key Highlightsপ্রেমিক সিদ্ধার্থ শুক্লের মৃত্যুর পরে অন্তরালে চলে গিয়েছিলেন অভিনেত্রী শেহনাজ গিল। প্রয়াত অভিনেতা সিদ্ধার্থের শেষকৃত্যে তাঁর কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ার দৃশ্য এখনও টাটকা নোটিজেনদের মনে। সেই ভয়ংকর দিনের পর গোটা একটা মাস কেটে গেছে। সময়ের সঙ্গে স্বাভাবিক ছন্দে ফিরছেন শেহনাজও। কয়েক দিনের মধ্যেই মুক্তি পাবে তাঁর নতুন ছবি ‘হওসলা রাখ’। তারই প্রচারে এক সাক্ষাৎকারে দেখতে পাওয়া গেলো অভিনেত্রীকে। সঙ্গে ছিলেন তাঁর সহ-অভিনেতা দিলজিৎ দোসঞ্ঝ এবং পুনম বাজওয়া।
- Related topics -
- সেলিব্রিটি
- বলিউড
- শাহনাজ গিল
- সিদ্ধার্থ শুক্লা

