মহাষ্টমীতে মুম্বইয়ের দুর্গাপুজো উদযাপনে দেখা মিললো তিন অভিনেত্রী তনুজা-কাজল-তানিশা
Wednesday, October 13 2021, 1:13 pm
Key Highlightsআট থেকে আশি, কলকাতা থেকে মুম্বই সকলেই মাতোয়ারা দুর্গোৎসবে।সপ্তমীর পর অষ্টমীতে মুম্বাইয়ের এক পুজোর মণ্ডপে নজর কাড়লেন অভিনেত্রী কাজল মুখার্জী। অভিনেত্রীকে পরিবারের সঙ্গে সেলফি তুলতে দেখা গেল। নর্থ বম্বে দুর্গাপুজো সমিতির পুজোয় সপরিবারে হাজির হয়েছিলেন বর্ষীয়াণ অভিনেত্রী ও কাজলের মা তনুজা। হুল্লোড়ে মাতলেন মুখার্জী পরিবার।সকলের সঙ্গে মিলেমিশে আনন্দ করতে দেখা গেল তাঁদের। শাড়ি পরে বাঙালি সাজে ক্যামেরাবন্দি হলো তাঁদের মহাষ্টমী উদযাপন।
- Related topics -
- সেলিব্রিটি
- বলিউড
- মুম্বাই
- দুর্গাপুজো
- কাজল মুখার্জী
- তনুজা মুখার্জী

