মাদক কাণ্ডের তদন্তে নয়া মোড়, প্রমোদতরী কাণ্ডের চার অভিযুক্তকে নবরাত্রি পর্যন্ত হাজতবাসের নির্দেশ
Wednesday, October 6 2021, 4:17 pm

প্রমোদতরী মাদক কাণ্ডের তদন্তে নয়া মোড়। গত মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে মাদক কাণ্ডের জেরে মুম্বই প্রশাসনের জালে বন্দি আরও সাত ব্যক্তি। বুধবার আপাতত এদের মধ্যে চার জনকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো-র হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে মুম্বই আদালত। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ১৪ই অক্টোবর অর্থাৎ নবরাত্রি পর্যন্ত জেল হেফাজতেই কাটাতে হবে গোপাল জি আনন্দ, সমীর সেহগাল, মানব সিংঘল এবং ভাস্কর অরোরা নামে ওই চার অভিযুক্তকে। জানা যাচ্ছে ওরা চারজনেই একটি প্রমোদ অনুষ্ঠান আয়োজক সংস্থার সঙ্গে যুক্ত।
- Related topics -
- ক্রাইম
- মাদক কাণ্ড
- এনসিবি
- প্রমোদতরী
- মুম্বাই আদালত