ছেলের সঙ্গে দেখা করতে গিয়ে প্যাপদের ভিড়ে নাজেহাল শাহরুখ খান, সংবাদমাধ্যমের আচরণে ক্ষুব্ধ সোনু সুদ
Friday, October 22 2021, 3:25 pm

শুক্রবার আরিয়ান খানের সঙ্গে দেখা করতে আর্থার রোড জেলে গিয়েছিলেন শাহরুখ খান। সেখানে পৌঁছনো মাত্রই কিং খানের উপর কার্যত ঝাপিয়ে পড়ে গোটা মিডিয়া। আর এই দৃশ্য দেখেই সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ উগরে দেন অভিনেতা সোনু সুদ । তিনি মিডিয়ার প্রতি নিজের ক্ষোভ প্রকাশ করে লেখেন ‘আবেগপ্রবণ মানুষের দুর্বল মুহূর্তে ক্যামেরা নিয়ে ছোটার আগে, এটা মনে রাখা উচিত ভগবানের ফোকাস তোমার উপরেও আছে... সত্যি সব খবর, খবর হয় না।’
- Related topics -
- বিনোদন
- বলিউড
- শাহরুখ খান
- আরিয়ান খান
- সোনু সুদ