কেরিয়ারে জুড়লো নতুন মাইল ফলক, বলিউডে ডেবিউ করছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়
Tuesday, October 19 2021, 7:44 pm

অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় শীঘ্রই ডেবিউ করতে চলেছেন বলিউডে। দুর্গা পুজোর সপ্তমীতেই অভিনেতা নিজের প্রথম হিন্দি ছবির প্রথম ঝলক শেয়ার করলেন। সাইকোলজিক্যাল রোমান্টিক ঘরানার তৈরী এই ছবির নাম ‘মেমোরি এক্স’। ছবির পোস্টার শেয়ার করে বিক্রম লিখেছেন, 'প্রথম কাজ সবসময়ই স্পেশ্যাল। আমার প্রথম হিন্দি ছবি মেমোরি এক্স-এর টিজার পোস্টার। ভারতের প্রথম সাইকোলজিক্যাল রোম্যান্স, চিত্রনাট্য ও পরিচালনা তথাগত মুখোপাধ্যায়ের। ছবিতে রয়েছেন বিনয় পাঠক ও স্মৃতি কালরা। প্রযোজনা করেছেন অভিনব ঘোষ, তানিয়া মুখোপাধ্যায়, তথাগত এবং দেবলীনা প্রযোজনা সংস্থা। আপনাদের ভালবাসা ও শুভেচ্ছা চাই। শুভ সপ্তমী।’
- Related topics -
- সেলিব্রিটি
- অভিনেতা
- বিক্রম চ্যাটার্জী
- বলিউড
- মেমোরি এক্স
পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File
পেয়ে যান দিনের সেরা খবরগুলো সরাসরি আপনার ইনবক্সে
আপনার ব্যক্তিগত তথ্য আমাদের সাথে সর্বদা সুরক্ষিত।