England’s Youngest Lawyer | ২১ বছর বয়সে ইতিহাস গড়লো নদিয়ার মেয়ে, ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ আইনজীবী হলেন কৃষ্ণভক্ত কৃষাঙ্গী!
Monday, August 18 2025, 6:00 pm

২০২২ সাল থেকে একটি আন্তর্জাতিক আইন সংস্থায় চাকরি করছেন কৃষাঙ্গী। সেইসঙ্গে তিনি কাজ করেছেন সিঙ্গাপুরে।
বয়স মাত্র ২১, কৃষ্ণভক্ত, কপাল থেকে নাক পর্যন্ত লম্বা তিলক। বিদেশে গিয়ে ইতিহাস তৈরী করলো সেই নদিয়ার মেয়ে! ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ আইনজীবী হলেন কৃষাঙ্গী। মিল্টন কেইন্সের ওপেন ইউনিভার্সিটি থেকে তিন বছরের মধ্যে আইনের ডিগ্রি লাভ করেন কৃষাঙ্গী। এক সংবাদপত্রের সাক্ষাতে কৃষাঙ্গী বলেন, ‘মাত্র ১৫ বছর বয়সে আমাকে আইন নিয়ে পড়াশোনার সুযোগ করে দিয়েছে দ্য ওপেন ইউনিভার্সিটি।’ উল্লেখ্য, ২০২২ সাল থেকে একটি আন্তর্জাতিক আইন সংস্থায় চাকরি করছেন কৃষাঙ্গী। সেইসঙ্গে তিনি কাজ করেছেন সিঙ্গাপুরে।
- Related topics -
- আন্তর্জাতিক
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- নদীয়া
- ইংল্যান্ড
- আইনজীবী
- সাফল্যের কাহিনী