IND vs ENG | ২৪৮ রানেই অলআউট ইংল্যান্ড! ওয়ান ডে ক্রিকেটে ইতিহাস 'জাড্ডু'র! ছাপিয়ে গেলেন জিমিকেও!
Thursday, February 6 2025, 1:08 pm
 Key Highlights
Key Highlightsবাঁ হাতি স্পিনার জাডেজা ৯ ওভারে ১টি মেডেন সহ ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন।
প্রথমে ব্যাট করতে নেমে ২৪৮ রানেই অলআউট ইংল্যান্ড। নেপথ্যে 'জাড্ডু'র ম্যাজিক! নাগপুরে প্রথম ওয়ান ডে'তে ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করলেন রবীন্দ্র জাডেজা। বাঁ হাতি স্পিনার জাডেজা ৯ ওভারে ১টি মেডেন সহ ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন। ইকোনমি মাত্র ২.৮৮! এদিনের ম্যাচে দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ভারত ইংলেন্ড ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেটের নিরিখে কিংবদন্তি জেমস অ্যান্ডারসনকেও ছাপিয়ে গেলেন রবীন্দ্র জাডেজা। জিমি নিয়েছিলেন ৪০ উইকেট। সেখানে জাডেজার ঝুলিতে রয়েছে ৪২ উইকেট।
-  Related topics - 
- খেলাধুলা
- ক্রিকেট
- ভারতীয় ক্রিকেটদল
- ক্রিকেটার
- ভারত বনাম ইংল্যান্ড

 
 