দেশ

TCS Layoff | বড়ো অঙ্কের লোক ছাঁটাই করতে চলছে TCS, বিপাকে ১২ হাজার কর্মী!

TCS Layoff | বড়ো অঙ্কের লোক ছাঁটাই করতে চলছে TCS, বিপাকে ১২ হাজার কর্মী!
Key Highlights

ছাঁটাইয়ের মুখে পড়তে চলেছেন ভারতের অন্যতম বৃহৎ আইটি সংস্থা ‘টাটা কনসালটেন্সি সার্ভিসেস’ (TCS)-এর কর্মীরা।

বড়সড় কর্মী ছাঁটাই করতে চলেছে দেশের অন্যতম সর্ববৃহৎ তথ্য প্রযুক্তি সার্ভিস প্রোভাইডার ‘টাটা কনসালটেন্সি সার্ভিসেস’ (TCS)। রবিবার সংস্থার তরফে জানানো হয়েছে, ২০২৬ অর্থবর্ষের (এপ্রিল ২০২৫ থেকে মার্চ ২০২৬) মধ্যে বর্তমান কর্মীসংখ্যার ২ শতাংশ পর্যন্ত ছাঁটতে চলেছে সংস্থাটি। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, ছাঁটাইয়ের মুখে পড়তে পারেন মিডল এবং সিনিয়র স্তরের কর্মীরা। টিসিএস জানিয়েছে, এই ছাঁটাইয়ের ফলে ক্ষতিগ্রস্তদের নোটিশ পিরিয়ডে বেতন দেওয়া সহ কিছু বিশেষ সুবিধা দেওয়া হবে।