শহর কলকাতা

Newtown | নিউটাউনের আইটি সেক্টরের বহুতল বিল্ডিংয় থেকে ঝাঁপ! ছ’তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা কর্মীর!

Newtown | নিউটাউনের আইটি সেক্টরের বহুতল বিল্ডিংয় থেকে ঝাঁপ! ছ’তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা কর্মীর!
Key Highlights

বুধবার নিউটাউন আইটি সেক্টরের বহুতল বিল্ডিংয়ের ছ’তলা থেকে ঝাঁপ মেরে আত্মহত্যার চেষ্টা করেন দৈপায়ন ভট্টাচার্য নামের এক কর্মী।

নিউটাউনের বহুতল থেকে ঝাঁপ মেরে আত্মহত্যার চেষ্টা এক কর্মীর! বুধবার নিউটাউন আইটি সেক্টরের বহুতল বিল্ডিংয়ের ছ’তলা থেকে ঝাঁপ মেরে আত্মহত্যার চেষ্টা করেন দৈপায়ন ভট্টাচার্য নামের এক কর্মী। তার বয়স চল্লিশের আশপাশে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে ভর্তি করা হয় নিউটাউনের একটি হাসপাতালে। অন্যান্য দিনের মতোই স্বাভাবিকভাবে অফিসে এসে কাজ করছিলেন দৈপায়ন। কিন্তু হঠাৎই এমন ভয়ঙ্কর সিদ্ধান্ত নেবেন তা বুঝতে পারেননি সহকর্মীরা। এই ঘটনার নেপথ্যে মানসিক অবসাদ রয়েছে নাকি অন্য কারণ রয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ।