NDA Exam | UPSCতে জয়জয়কার বাংলার! NDA পরীক্ষায় দেশে প্রথম বীরভূমের ইমন!

Thursday, April 17 2025, 2:38 pm
highlightKey Highlights

ইউপিএসসি পরিচালিত এনডিএ পরীক্ষায় প্রথম স্থান দখল করলেন বীরভূমের এক যুবক।


এবার জাতীয় স্তরে জয়জয়কার বাংলার। বৃহস্পতিবার সকালে UPSC পরিচালিত NDA পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এই পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন বীরভূমের যুবক ইমন ঘোষ। সাম্প্রতিক অতীতে এই পরীক্ষায় বাংলা থেকে শীর্ষস্থানে পৌঁছয়নি কেউ। ইমনের বাড়ি সিউড়ির অবিনাশপুরের দোমাইপুর গ্রামে। সে এখন বোলপুরের জামবুনির বাসিন্দা। তাঁর বাবা একজন প্রাক্তন সেনাকর্মী। ইমনের এই সাফল্যে গর্বিত তাঁর পরিবার। খুশির হাওয়া এলাকায়। ইমনকে এক্স হ্যান্ডেলে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File