RG Kar Case Vrinda Grover । আরজি কর মামলা থেকে সরে দাঁড়ালেন বিশিষ্ট আইনজীবী বৃন্দা গ্রোভার, কারণ কী ?
সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি শুরুর পর বিকাশরঞ্জন ভট্টাচার্যের বদলে বৃন্দা গ্রোভারকে নিজেদের আইনজীবী হিসেবে নিয়োগ করেন নির্যাতিতা চিকিৎসকের পরিবার৷ এবার মামলা থেকে সরে দাঁড়ালেন বৃন্দা৷
গত সেপ্টেম্বর থেকে আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের মামলায় নিহত চিকিৎসকের পরিবারের হয়ে আদালতে মামলা লড়ছিলেন বিশিষ্ট আইনজীবী বৃন্দা গ্রোভার। এবার মামলা থেকে সরে দাঁড়ালেন তিনি। বৃন্দা গ্রোভারের চেম্বার একটি বিবৃতিতে জানিয়েছেন, এই কেসে মোট ৪৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের জামিনের ধারাবাহিক ভাবে বিরোধিতাও করা হয়েছে আদালতে। হঠাৎ অপ্রত্যাশিত পরিস্থিতি ও হস্তক্ষেপের কারণেই তিনি এই মামলা থেকে সরে দাঁড়াচ্ছেন, জানিয়েছে বৃন্দা গ্রোভারের চেম্বার।