Gautam Ghosh | লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পেলেন গৌতম ঘোষ, KIFF-এর মঞ্চে সম্মানিত পরিচালক

Thursday, November 13 2025, 1:50 pm
Gautam Ghosh | লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পেলেন গৌতম ঘোষ, KIFF-এর মঞ্চে সম্মানিত পরিচালক
highlightKey Highlights

বিশিষ্ট পরিচালক গৌতম ঘোষ-কে এ বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF)-এর লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে ভূষিত করা হল।


দীর্ঘ পাঁচ দশকের চলচ্চিত্র জীবনে অসামান্য অবদানের জন্যে পরিচালক গৌতম ঘোষকে এ বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF)এর লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে ভূষিত করা হলো। ‘পদাতিক’, ‘মনন’, ‘আবার অরণ্যে’, ‘পদ্মা নদীর মাঝি’, ‘অন্তর্জলী যাত্রা’র মতো একাধিক বিশ্বজয়ী সিনেমার বানিয়েছেন তিনি। চিত্রনাট্যকার, চিত্রগ্রাহক, সঙ্গীত পরিচালক হিসেবেও নিজের ছাপ রেখেছেন। গৌতমবাবু এই পুরস্কার তাঁর প্রয়াত স্ত্রী নীলাঞ্জনা ঘোষকে উৎসর্গ করেন। মঞ্চে তিনি বলেন, তাঁর স্ত্রীর সাপোর্ট ছাড়া এ যাত্রা সম্ভব ছিল না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File