Bleeding Eye Virus | ৫ দিনের মধ্যে ইন্টারন্যাল হ্যামারেজ, ৭ দিনের মধ্যে মৃত্যু! আতঙ্কের নয়া নাম ব্লিডিং আই ভাইরাস
Monday, December 9 2024, 3:19 pm
Key Highlights
সাধারণভাবে এই ভাইরাসের সংক্রমণের ২ থেকে ২১ দিন পরে এর লক্ষণ প্রকাশ পায়।
নয়া আতঙ্ক ব্লিডিং আই ভাইরাস বা মারবার্গ ভাইরাস! ইতিমধ্যে জরুরি সতর্কতা জারি করা হয়েছে ব্রিটেন ও আফ্রিকার ১৭ দেশে। রোয়ান্ডায় ১৫ জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসের জেরে। আক্রান্ত বহু। সাধারণভাবে এই ভাইরাসের সংক্রমণের ২ থেকে ২১ দিন পরে এর লক্ষণ প্রকাশ পায়। প্রথমদিকে প্রবল জ্বর, মাথার যন্ত্রণা, পেশীতে ব্যথা হয়। এর ৫ দিন পরে ইন্টারন্যাল হ্যামারেজের লক্ষণ প্রকাশ পায়। ৭ দিনের মধ্যে মৃত্যু পর্য়ন্ত হতে পারে। সংক্রমিত ব্যক্তির কাছ থেকে সরাসরি ফ্লুইডের মাধ্যমে এই ভাইরাস ছড়াতে পারে। এখনও পর্যন্ত এর কোনও টিকা বের হয়নি।