Elvish Yadav | গুরুগ্রামে এলভিশ যাদবের বাড়ি গুলি বর্ষণ অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের!

গুরুগ্রামে রবিবার ভোরে ইউটিউবার ও ‘বিগ বস’ বিজয়ী বাড়ির সামনে গুলি চালায় দুষ্কৃতীরা। পুলিশ জানিয়েছে, ভোর সাড়ে পাঁচটা থেকে ছ’টার মধ্যে ঘটনাটি ঘটে।
রবিবার ভোরে ইউটিউবার ও ‘বিগ বস’ বিজয়ী এলভিশ যাদবের গুরুগ্রাম সেক্টর ৫৭ এর বাড়ির সামনে ২৫ থেকে ৩০ রাউন্ড গুলি চালায় মুখোশধারী দুষ্কৃতী। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এলভিশ যাদবের বাবা জানান, “আমরা ঘুমোচ্ছিলাম। তিনজন মুখোশধারী আসে। একজন বাইকে বসেছিল। দু’জন বাইক থেকে নেমে গুলি চালায়। প্রায় ২৫ থেকে ৩০ রাউন্ড গুলি চলে। এরপর তারা পালিয়ে যায়। এলভিশকে এর আগে কেউ কখনও হুমকি দেয়নি। সে এখন শহরের বাইরে কাজে ব্যস্ত।”
- Related topics -
- বিনোদন
- ক্রাইম
- গুলি বর্ষণ
- বিগ বস
- ইউটিউব
- দিল্লি পুলিশ
- নয়াদিল্লি