Elvish Yadav | ‘বিগ বস OTT’ বিজয়ী এলভিশ যাদবের বাড়ি গুলিবর্ষণের ঘটনায় ১ অভিযুক্তকে গ্রেপ্তার করলো পুলিশ
Friday, August 22 2025, 5:58 am

বাড়ি এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ় খতিয়ে দেশে এই ঘটনার মূল অভিযুক্ত ঈশান্ত ওরফে ইশু গান্ধীকে গ্রেপ্তার করলো পুলিশ।
রবিবার ভোরে ইউটিউবার ও ‘বিগ বস OTT’ বিজয়ী এলভিশ যাদবের গুরুগ্রাম সেক্টর ৫৭ এর বাড়ির সামনে ২৫ থেকে ৩০ রাউন্ড গুলি চালায় মুখোশধারী দুষ্কৃতী। বাড়ি এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ় খতিয়ে দেশে এই ঘটনার মূল অভিযুক্ত ঈশান্ত ওরফে ইশু গান্ধীকে গ্রেপ্তার করলো পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ইশু ফরিদাবাদের জহওর কলোনির বাসিন্দা। শুক্রবার সকালে ইশুর সঙ্গে পুলিশের এনকাউন্টার হয়। পুলিশের গুলিতে জখম হয় সে। জখম অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। করা হবে জিজ্ঞাসাবাদ।
- Related topics -
- দেশ
- বিনোদন
- youtuber
- ইউটিউব
- গুলি বর্ষণ
- গ্রেফতার
- পুলিশ প্রশাসন
- বিগ বস