Elon Musk's Starship | উৎক্ষেপণের ৩০ মিনিটেই ভেঙে পড়লো ইলন মাস্কের ‘স্টারশিপ’!

Wednesday, May 28 2025, 6:14 am
Elon Musk's Starship | উৎক্ষেপণের ৩০ মিনিটেই ভেঙে পড়লো ইলন মাস্কের ‘স্টারশিপ’!
highlightKey Highlights

মাঝ আকাশে ভেঙে পড়েছে আমেরিকার ধনকুবের ইলন মাস্কের সংস্থার তৈরি ‘স্টারশিপ’।


আমেরিকার ধনকুবের ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের স্টারশিপ প্রোগ্রামে আবার বিপত্তি। বুধবার স্পেসএক্সের রকেটের নবম পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। তবে উৎক্ষেপণের ৩০ মিনিটের মধ্যেই নিয়ন্ত্রণ হারায় রকেটটি। স্টারশিপের উপরের স্তরটি প্রবল ভাবে ঘুরপাক খেতে খেতে ভারত মহাসাগরের উপর আছড়ে পড়ে। প্রসঙ্গত, স্টারশিপটি টেক্সাস থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। শিপটিতে ৮টি স্টারলিঙ্ক সিমুলেটর স্যাটেলাইট ছিল। এই স্যাটেলাইটগুলি কক্ষপথে ছাড়ার আগেই স্পেসএক্সের জ্বালানি লিক হয়। এর ফলেই এই বিপত্তি ঘটে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File