আন্তর্জাতিক

SpaceX | পরীক্ষামূলক চতুর্থ স্টারশিপ উৎক্ষেপণের জন্য প্রস্তুত ইলন মাস্কের SpaceX!

SpaceX | পরীক্ষামূলক চতুর্থ স্টারশিপ উৎক্ষেপণের জন্য প্রস্তুত ইলন মাস্কের SpaceX!
Key Highlights

স্টারশিপ রকেটের পরবর্তী উৎক্ষেপণের জন্য ‘পুরোপুরি প্রস্তুত’ স্পেসএক্স, এমনই দাবি মালিক ইলন মাস্কের।

স্টারশিপ রকেটের পরবর্তী উৎক্ষেপণের জন্য ‘পুরোপুরি প্রস্তুত’ স্পেসএক্স, এমনই দাবি মালিক ইলন মাস্কের। এই রকেট বুধবার উৎক্ষেপণ হতে পারে টেক্সাসে অবস্থিত স্পেসএক্স-এর ‘স্টারবেইজ’ ফ্যাসিলিটি থেকে। ৪০০ ফুট এবং দুটি ধাপ যুক্ত এই  মহাকাশযানটি এখনও পর্যন্ত তৈরি করা সবচেয়ে বড় রকেট। মঙ্গল গ্রহে স্থায়ী বসতি নির্মাণে মাস্কের যে লক্ষ্যমাত্রা, তা অর্জনের ক্ষেত্রে এ পরীক্ষামূলক উৎক্ষেপণকে ‘খুবই গুরুত্বপূর্ণ’ বলে বিবেচনা করা হচ্ছে। এবারের প্রচেষ্টায় স্টারশিপ রকেটের পাশাপাশি এর ‘সুপার হেভি বুস্টার’টিও ভূপৃষ্ঠে ফিরিয়ে আনার লক্ষ্য নিয়েছে স্পেসএক্স।