Sunita Williams | খুশির খবর দিলো NASA! অবশেষে সুনীতাদের পৃথিবীতে ফিরিয়ে আনতে মহাকাশে পাড়ি দিল ইলনের মহাকাশযান!
Saturday, March 15 2025, 9:41 am

অবশেষে মহাকাশে আটকে থাকা দুই নভোচর সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোরকে পৃথিবীতে ফেরাতে মহাকাশে পাড়ি দিল ইলন মাস্কের মহাকাশযান।
অবশেষে মহাকাশে আটকে থাকা দুই নভোচর সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোরকে পৃথিবীতে ফেরাতে মহাকাশে পাড়ি দিল ইলন মাস্কের মহাকাশযান। NASA জানিয়েছে,আজ কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশে পাড়ি দিয়েছে ফ্যালকন নাইন মহাকাশযান। রকেটটি আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছোনোর কিছু দিনের মধ্যেই সুনীতাদের নিয়ে পৃথিবীর উদ্দেশে রওনা দেবে। এই মহাকাশযানটিতে রয়েছেন আরও চার নভোচর। প্রসঙ্গত, গত দু’দিন ধরে কখনও যান্ত্রিক গোলযোগ আবার কখনও প্রতিকূল আবহাওয়ার জন্য অভিযান বাতিল করতে হয় NASA ও মাস্কের সংস্থা Space Xকে।
- Related topics -
- অন্যান্য
- নাসা
- বিজ্ঞান
- বিজ্ঞান ও প্রযুক্তি
- মহাকাশ
- মহাকাশযান
- মহাকাশচারী
- সুনীতা উইলিয়ামস
- ইলন মাস্ক
- স্পেসএক্স