SpaceX-Airtel | ভারতে ইন্টারনেট পরিষেবা দেবে ইলনের সংস্থা! Airtel এর সঙ্গে চুক্তি করলো Starlink!
Tuesday, March 11 2025, 5:50 pm

SpaceX-Airtel | ভারতে ইন্টারনেট পরিষেবা দেবে ইলনের সংস্থা! Airtel এর সঙ্গে চুক্তি করলো Starlink!
এবার ভারতে ইন্টারনেট পরিষেবা দেবে ইলন মাস্কের সংস্থা। SpaceXর উচ্চ গতির ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য Airtel এর সঙ্গে চুক্তি করেছে ইলন মাস্কের SpaceX। মাস্কের Starlink' এর অত্যন্ত দ্রুত গতির ইন্টারনেট পরিষেবা ভারতবাসীদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এই উদ্যোগ। টেক বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যদি সত্যিই Airtelর যাত্রা শুরু করে Starlink, তবে তার ইন্টারনেটের স্পিড হবে 5Gর তুলনায় ৫ থেকে ১৫ গুণ বেশি। ভারতী টেলিকম বিবৃতি দিয়ে জানিয়েছে, Airtelর বিভিন্ন স্টোরে Starlinkর সরঞ্জাম পাওয়া যাবে।