Elon Musk sells X| নিজের কোম্পানিকেই নিজের সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট 'X' বেচলেন ইলন মাস্ক

ইলন মাস্ক শুক্রবার ঘোষণা করেছেন যে তাঁর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থা এক্সএআই ৪৫ বিলিয়ন ডলারের অল স্টক লেনদেনের মাধ্যমে এক্স (পূর্বতন টুইটার) কিনে নিয়েছে।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সোশ্যাল মিডিয়াকে একাত্বকরণের দিকে পা বাড়ালেন ইলন মাস্ক। শুক্রবার ইলন মাস্ক ঘোষণা করেন তাঁর পূর্বতন টুইটার X কে কিনে নিয়েছে তাঁরই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থা এক্সএআই। ৪৫ বিলিয়ন ডলারের অল স্টক লেনদেনের মাধ্যমে এই ক্রয়প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এর জেরে X এর বাজার মূল্য দাঁড়িয়েছে ৩৩ বিলিয়ন ডলারে। এক্সএআই এর বাজার দর হয়েছে ৮০ বিলিয়ন ডলার। উল্লেখ্য, X এর ১২ বিলিয়ন ডলারের ঋণের দায় চেপেছে এক্সএআই এর ঘাড়ে।