আন্তর্জাতিক

Elon Musk | সরাসরি ট্রাম্প বিরোধিতা? 'আমেরিকা পার্টি' নামে নয়া রাজনৈতিক দলের ঘোষণা করলেন ইলন মাস্ক

Elon Musk | সরাসরি ট্রাম্প বিরোধিতা? 'আমেরিকা পার্টি' নামে নয়া রাজনৈতিক দলের ঘোষণা করলেন ইলন মাস্ক
Key Highlights

‘Big Beautiful Bill’ আইনে পরিণত হতেই সরকারি ভাবে নয়া রাজনৈতিক দলের ঘোষণা করলেন বিশ্বের সবথেকে ধনী মানুষ।

২০২৪ সালের নির্বাচনী প্রচারে ট্রাম্পকে ২৭৭ মিলিয়ন ডলার অনুদান দিয়েছিলেন টেসলা কর্তা। পেয়েছিলেন সরকারের বিশেষ পদও। তারপরেই মতবিরোধ এবং ট্রাম্পের সাথে সম্পর্ক ছিন্ন করেন মাস্ক। হুঁশিয়ারি দেন, ‘Big Beautiful Bill’ বিল পাস হলেই নয়া রাজনৈতিক দলের ঘোষণা করবেন তিনি। গত শুক্রবার বিল আইনে পরিণত হতেই সরকারিভাবে নয়া রাজনৈতিক দলের ঘোষণা করলেন ইলন মাস্ক। ৫ই জুলাই 'আমেরিকা পার্টি' নামে নতুন রাজনৈতিক দল পেলো আমেরিকা। মাস্ক জানিয়েছেন, পরের বছরই ভোটে লড়বে তাঁর পার্টি।