Elon Musk | সুনীতাদের ফিরিয়ে এনেছে মাস্কের মহাকাশযান, এবার মঙ্গল গ্রহে মানববসতি স্থাপনের লক্ষ্য নিলেন ইলন!
Friday, March 21 2025, 11:57 am
Key Highlightsদীর্ঘ ৯ মাস ধরে আন্তর্জাতিক স্পেস স্টেশনে আটকে থাকা মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও তাঁর সঙ্গীদের নিয়ে পৃথিবীতে ফিরেছে ইলন মাস্কের সংস্থা SpaceXর মহাকাশযান।
দীর্ঘ ৯ মাস ধরে আন্তর্জাতিক স্পেস স্টেশনে আটকে থাকা মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও তাঁর সঙ্গীদের নিয়ে পৃথিবীতে ফিরেছে ইলন মাস্কের সংস্থা SpaceXর মহাকাশযান। এবার মঙ্গল গ্রহে মানববসতি স্থাপনের লক্ষ্য নিলেন ইলন। সম্প্রতি তিনি ঘোষণা করে বলেন, আগামী ২০ থেকে ৩০ বছরের মধ্যে SpaceXর প্রযুক্তিগত উন্নয়ন এবং গবেষণার ফলস্বরূপ মঙ্গল গ্রহে মানুষের স্থায়ী বসতি গড়ে তোলা সম্ভব হবে। ইলনের পরিকল্পনা, মহাকাশচারী নয়, এবার সাধারণ মানুষকেও মহাকাশযাত্রায় নিয়ে যাওয়া।

