SSC | 'সোমেই প্রকাশ হবে যোগ্য-অযোগ্য তালিকা'- আশ্বাস শিক্ষামন্ত্র্রীর! জানালো ১২ সদস্যের প্রতিনিধি দল

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ১২ সদস্যের প্রতিনিধিরা জানালেন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে এসএসসির তরফে জানানো হয়েছে, যোগ্য অযোগ্যের তালিকা তৈরির কাজ শুরু করেছে।
শুক্রবার বিকাশ ভবনে ২ ঘণ্টা ৩৫ মিনিট ধরে শিক্ষামন্ত্রী এবং এসএসসি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন চাকরিহারা শিক্ষক অশিক্ষক কর্মীদের ১২ সদস্যের প্রতিনিধি। বৈঠক শেষে ১২ সদস্যের প্রতিনিধিরা জানিয়েছেন, এসএসসি কতৃপক্ষ যোগ্য অযোগ্যদের তালিকা তৈরির জন্যে রাজি হয়েছে। আগামী রবিবারের মধ্যে সেই কাজ শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সোমবার, ২১ এপ্রিল তা প্রকাশ করা হতে পারে। তবে এতেও পুরোপুরি আশ্বস্ত হননি কর্মহীনরা। তাঁরা জানিয়েছেন, এখনই আন্দোলনের পথ থেকে সরছেন না তাঁরা।