রাজ্য

Dooars Elephant । হাতির দলের তান্ডবে চা বাগান ছেড়ে পালালো ডুয়ার্সের চা শ্রমিকেরা

Dooars Elephant । হাতির দলের তান্ডবে চা বাগান ছেড়ে পালালো ডুয়ার্সের চা শ্রমিকেরা
Key Highlights

ডুয়ার্স এর জলদাপাড়ার চিলাপাতা জঙ্গল থেকে বেড়িয়ে লোকালয়ে চলে আসে চারটি হাতির একটি দল।ডোব্বরহাট এলাকায় এক বাড়ির ঘর ভেঙে দু'বস্তা ধান খেয়ে নেয়।

হাতির তান্ডবে জেরবার জলদাপাড়া। বুধবার সকালে দক্ষিণ ও উত্তর কামসিং ও শালবাড়ি এলাকায় দাপিয়ে বেড়ায় হাতির দল। মথুরা চা বাগানে ঢুকে পরে তাঁরা। আতঙ্কে চা বাগান ছেড়ে পালন চা শ্রমিকেরা। হাতির দল ডোব্বরহাট এলাকায় এক বাড়ির ঘর ভেঙে দু'বস্তা ধানও খেয়ে নেয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় চিলাপাতা রেঞ্জের বনকর্মীরা। হাতিগুলিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা শুরু হয়। গ্রামবাসীদের সতর্ক করতে শুরু হয় মাইকিংও। শেষপর্যন্ত সন্ধ্যেয় গোটা দলটিকে জঙ্গলে ফেরাতে সমর্থ হন বনকর্মীরা।