Electric Rail | শীঘ্রই উত্তরবঙ্গের ৫টি রুটে ছুটবে ইলেকট্রিক ইঞ্জিন! শেষ ইলেকট্রিফিকেশনের কাজ!
Thursday, May 8 2025, 6:19 am

সূত্রের খবর, উত্তর পূর্ব সীমান্ত রেলের অধীনে এই রুটগুলিতে আগামী এক মাসের মধ্যেই ইলেকট্রিক ইঞ্জিন চালানো শুরু হবে।
শীঘ্রই উত্তরবঙ্গে আরও পাঁচটি রেল রুটে ছুটতে চলেছে ইলেকট্রিক ইঞ্জিন। সূত্রের খবর, উত্তর পূর্ব সীমান্ত রেলের অধীনে এই রুটগুলিতে আগামী এক মাসের মধ্যেই ইলেকট্রিক ইঞ্জিন চালানো শুরু হবে। এই পাঁচটি রেলরুট হল নিউ কোচবিহার থেকে বক্সিরহাট, নিউ কোচবিহার থেকে বামনহাট, বক্সিরহাট থেকে ধুবড়ি, ফকিরগ্রাম থেকে গোলকগঞ্জ এবং নিউ মাল জংশন থেকে ময়নাগুড়ি রোড। উত্তর পূর্ব সীমান্ত রেলের মোট ২২ সেকশনে ইলেক্ট্রিফিকেশনের কাজ চলছিল। এই রুটগুলিতে সবমিলিয়ে প্রায় ২০০ কিলোমিটার রেললাইনকে ইলেকট্রিফিকেশনের আওতায় আনা হয়েছে।
- Related topics -
- দেশ
- ভারত
- ভারতীয় রেল
- রেল মন্ত্রক
- রেলওয়ে বোর্ড