Bihar Assembly Elections | বিহার নির্বাচনের সম্ভাব্য সময়সীমা প্রকাশ করলেন নির্বাচন কমিশনার!

রবিবার সাংবাদিক বৈঠক করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়ে দিলেন, আগামী ২২ নভেম্বরের মধ্যে বিহার নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে।
দু’দিনের সফরে নির্বাচনের প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে পাটনা এসেছেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। শনিবার সাংবাদিক বৈঠক করে কমিশনার জানালেন, “ আগামী ২২ নভেম্বরের মধ্যে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে যা যা করনীয় সবটাই করা হবে।” একইসঙ্গে জানান, “কোনও বুথেই ১২০০ জনের বেশি ভোটার থাকবে না। ভোটের ১০০ শতাংশ ওয়েব কাস্টিং হবে। বিহারে ২৪৩টি বিধানসভা নির্বাচন। বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচন সম্পন্ন হয়ে যাবে বিহারে।”
- Related topics -
- দেশ
- বিহার
- নির্বাচন কমিশনার
- নির্বাচন কমিশন
- বিধানসভা নির্বাচন