Election Commission | ভোটার তালিকায় নাম তালিকাভুক্ত করার ক্ষেত্রে বড় অভিযোগ! ERO-দের বিরুদ্ধে FIR করার নির্দেশ!
Tuesday, August 5 2025, 2:19 pm
Key Highlightsভোটার তালিকায় নাম তালিকাভুক্ত করার ক্ষেত্রে উঠেছে বড় অভিযোগ। সেই গাফিলতি নজরে আসতে রাজ্যের চারটি জায়গার EROদের সাসপেন্ড করল নির্বাচন কমিশন।
ভোটার তালিকায় নাম তালিকাভুক্ত করার ক্ষেত্রে উঠেছে বড় অভিযোগ। সেই গাফিলতি নজরে আসতে রাজ্যের চারটি জায়গার EROদের সাসপেন্ড করল নির্বাচন কমিশন। মঙ্গলবার ময়নার ইআরও বিপ্লব সরকার, বারুইপুর পূর্বের ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী, বারুইপুর পূর্বের এইআরও তথাগত মণ্ডল ও ময়নার এইআরও সুদীপ্ত দাসের বিরুদ্ধে এফআইআর করার সুপারিশ করেছে কমিশন। পাশাপাশি সুরজিৎ হালদার নামে ডাটা এন্টি অপারেটরের বিরুদ্ধেও এফআইআরের সুপারিশ হয়েছে। নিজেদের যে আইডি ডেটা এন্ট্রি অপারেটরদের শেয়ার করে নাম নথিভুক্ত করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- নির্বাচন কমিশন

