SIR | ভুয়ো ভোটার ধরতে জন্য সফটওয়্যার লঞ্চ কমিশনের, বঙ্গে মৃত ভোটার বেড়ে দাঁড়ালো ২৩ লক্ষে!

বৃহস্পতিবার বিকেল পর্যন্ত রাজ্যে ‘Uncollectable Form’ ৫২ লক্ষ ৯৯ হাজার ৬৩৩।
ভোটার তালিকা থেকে মৃত, ভুয়ো ভোটার বাদ দিতে নয়া সফটওয়্যারের সাহায্য নিচ্ছে CEO দপ্তর। বৃহস্পতিবার থেকেই ‘Demographic Similar Entries’ নামে এই সফটওয়্যার ব্যবহার করতে পারছেন প্রত্যেকটি জেলার দায়িত্বে থাকা EROরা। সিইও দপ্তরের রিপোর্ট অনুযায়ী, রাজ্যের প্রায় ৫৩ লক্ষ ভোটারের ম্যাপিং এ হদিশ মেলেনি। এঁদের মধ্যেই মৃত ২৩ লক্ষ ৪৮ হাজার ৯৫ জন, স্থানান্তরিত ১৮ লক্ষ ৫৫ হাজার ৩০২ জন, অনুপস্থিত ৯ লক্ষ ৪২ হাজার ১৬২ জন এবং অন্যান্য ৩১ হাজার ৮০১ জন।
