Election Commission | খোঁজ মিলছে না রাজ্যের কয়েকশো বুথের তালিকার! কমিশনকে জানালো রাজ্য
Wednesday, August 13 2025, 3:48 am

৮০ হাজার বুথের মধ্যে কয়েকশো বুথের তালিকা খুঁজে না পাওয়ায় ২০০২ সালের ভোটার তালিকা আপলোড করা হবে না।
বাংলাতে চলছে SIR জল্পনা। ইতিমধ্যেই ২০০২ সালের ভোটার তালিকা কমিশনের পোর্টালে আপলোড করা হয়েছে। এদিকে, মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইওর দপ্তর জানিয়েছে, রাজ্যের কয়েকশো বুথের ২০০২ সালের ভোটার তালিকা পাওয়া যায়নি। জানা যাচ্ছে, যাদবপুর, হাওড়ার কিছু বুথের খোঁজ মেলেনি। কুলপি বিধানসভার একটি বুথেরও ভোটার তালিকা প্রকাশ করতে পারেনি সিইও দফতর। ফলে আতঙ্ক ছড়াচ্ছে রাজ্যবাসীর মধ্যে। এই মর্মে নির্বাচন কমিশনকে চিঠি লিখছে রাজ্য। কমিশন অনুমতি দিলে ২০০৩ সালের ড্রাফ্ট তালিকা প্রকাশ করা হবে।
- Related topics -
- রাজ্য
- স্পেশাল ইনটেনসিভ রিভিশন
- ই-ভোটার কার্ড
- ভোটার কার্ড
- নির্বাচন কমিশনার
- নির্বাচন কমিশন
- পশ্চিমবঙ্গ
- রাজ্য কমিশন