Khalistani Terrorist | ক্যালিফোর্নিয়ায় আটক 'মোস্ট ওয়ান্টেড' পবিত্র বাটালা সহ ৮ খালিস্তানি জঙ্গি!
Sunday, July 13 2025, 3:37 am
Key Highlightsশুক্রবার ক্যালিফোর্নিয়ার সান জোয়াকুইন কাউন্টিতে একটি গ্যাং-সম্পর্কিত অপহরণ ও নির্যাতনের মামলায় আটজন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
আমেরিকায় ধরা পড়লো খালিস্তানি জঙ্গি গোষ্ঠী। সান জোয়াকুইন কাউন্টি জুড়ে পুলিশের একাধিক টিম এই গ্যাং জঙ্গি নেটওয়ার্কের কিনারা করতে তল্লাশি অভিযান শুরু করে। অভিযানে ধরা পড়েছে দিলপ্রীত সিং, অর্শপ্রীত সিং, অমৃতপাল সিং, বিশাল, পবিত্র সিং সহ ৮ খালিস্তানি জঙ্গি। ধৃতদের কাছ থেকে নগদ ১৫,০০০ ডলার এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়। ধৃতদের মধ্যে এনআইএর (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি)র 'মোস্ট ওয়ান্টেড' তালিকায় থাকা পবিত্র বাটালাও রয়েছে। বাটালাকে ভারতে প্রত্যাবর্তনের চেষ্টা করা হচ্ছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- ক্যালিফোর্নিয়া
- খালিস্তানি টেররিস্ট
- জঙ্গি
- জঙ্গিগোষ্ঠী
- আমেরিকা
- আমেরিকা ডিফেন্স সিকিওরিটি কোঅপারেশন এজেন্সি

