ED | বালি পাচার কাণ্ডে ইডির জালে অরুণ শরাফ, বালি থেকে গ্রেপ্তার ব্যবসায়ী

Thursday, November 6 2025, 5:51 pm
highlightKey Highlights

অভিযোগ, তোলার সময় নিয়ম ভেঙে অতিরিক্ত বালি তুলত অরুণের সংস্থা। টাকা নাকি ঢুকত অরুণের একাধিক অ্যাকাউন্টে।


বালি পাচার কাণ্ডে প্রথম সাফল্য ইডির। ইডির জালে ব্যবসায়ী অরুণ শরাফ। এই অরুণ শরাফ জি ডি মাইনিং কোম্পানির প্রধান। সল্টলেক ও বেহালায় তাঁর অফিস রয়েছে। জানা গিয়ে, বালি খাদান লিজ নিয়ে নিয়ম বহিৰ্ভূত ভাবে অতিরিক্ত বালি তুলে নিতো অরুণের সংস্থা। টাকার লেনদেন হতো একাধিক অ্যাকাউন্টে। এই টাকা বিদেশে পাচার করতে গিয়েই ইডির রাডারে ধরা পরে অরুন। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনার একাধিক ঠিকানায় হানা দেন ইডি আধিকারিকরা। অবশেষে বালি থেকে তাঁকে গ্রেপ্তার করেছে ইডি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File