ডিসেম্বর থেকে চরম সস্তা হবে রান্নার তেল! ধাপে ধাপে তেলের দাম কমবে জানালো কেন্দ্র
Friday, December 15 2023, 11:27 am
Key Highlightsডিসেম্বর থেকেই সরষের তেল, সয়াবিন তেলসহ সমস্ত ভোজ্যতেলের দাম ধাপে ধাপে কমবে বলে জানাচ্ছে কেন্দ্র। এবিষয়ে ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন ডিপার্টমেন্টের সেক্রেটারি সুধাংশু পান্ডে সম্প্রতি এক বিবৃতি জারি করে জানিয়েছেন, "ট্রেন্ড বলছে ডিসেম্বর মাস থেকেই সোয়াবিন তেল ও পাম তেলের দামবৃদ্ধির হার আটকে দেওয়া যাবে শিগগিরই। বরং ধাপে ধাপে দাম কমবেই।" ঠিক কী কারণে দাম কমছে সে ব্যাপারেও নিজস্ব মতামত সবিস্তারে ব্যাখ্যা করেছেন সুধাংশু পান্ডে মহাশয়।