Anil Ambani | ১৭ হাজার কোটির ঋণ প্রতারণা! অনিল আম্বানিকে নোটিস পাঠালো ED
Friday, August 1 2025, 3:36 am

১৭ হাজার কোটি টাকার ঋণ প্রতারণা মামলায় অনিল আম্বানিকে তলব করল ইডি।
ঋণ প্রতারণা মামলায় প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের আওতায় তদন্ত শুরু করেছে ইডি। ১৭ হাজার কোটি টাকার ঋণ প্রতারণা মামলায় শুক্রবার সকালে রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টরকে নোটিস পাঠিয়েছে ইডি। আগামী ৫ অগস্ট ইডির সদর দপ্তরে অনিল আম্বানিকে হাজিরা দিতে বলা হয়েছে। প্রসঙ্গত, গত সপ্তাহে অনিলের রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার (R Infra) প্রায় ১০ হাজার কোটি টাকা CLE প্রাইভেট লিমিটেড নামে সংস্থার মাধ্যমে অন্যত্র সরিয়ে দিয়েছে, অভিযোগ সেবির।