Ed Sheeran | বেঙ্গালুরুর রাস্তায় গান গাইছেন এড শিরান! আচমকাই সব ভেস্তে দিলো পুলিশ! ভারত সফরে এসে এ কী হলো গায়কের সঙ্গে?

Sunday, February 9 2025, 6:12 pm
highlightKey Highlights

বেঙ্গালুরুর চার্চ রোডের ধারে গান গাইছেন বিশ্বখ্যাত বিদেশি গায়ক এড শিরান! কিন্তু আচমকাই সেই পারফর্মেন্স ভেস্তে দিলো পুলিশ


বেঙ্গালুরুর চার্চ রোডের ধারে গান গাইছেন বিশ্বখ্যাত বিদেশি গায়ক এড শিরান! কিন্তু আচমকাই সেই পারফর্মেন্স ভেস্তে দিলো পুলিশ! ইতিমধ্যে নেট পাড়ায় এই নিয়ে শোরগোল পরে গিয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, এড তাঁর জনপ্রিয় গান 'শেপ অব ইউ' গাইছেন। কিন্তু পুলিশ এসে তাঁর পারফরমেন্স ভেস্তে দিয়ে প্লাগ খুলে দেন। তখন গায়ককে বলতে শোনা যায়, 'আমাদের অনুমতি নেওয়া ছিল এখানে পারফর্ম করার।' অনেকেই এই ঘটনার সমালোচনা করলেও অনেকে পুলিশকে সমর্থন করে বলছেন, বেশিক্ষণ চললে ভিড় হোক যেত, কোনও অঘটন ঘটতে পারতো।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File