Ed Sheeran | অনুমতি নেওয়া ছিল না এড শিরানের? বেঙ্গালুরুর চার্চ স্ট্রিটে পপস্টারের পারফর্মেন্সে বাধা দেওয়ার ঘটনায় মুখ খুললেন DCP!
Monday, February 10 2025, 10:44 am

বেঙ্গালুরুর চার্চ স্ট্রিটে বিশ্বখ্যাত ব্রিটিশ পপস্টার এড শিরানের শো বন্ধ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।
বেঙ্গালুরুর চার্চ স্ট্রিটে বিশ্বখ্যাত ব্রিটিশ পপস্টার এড শিরানের শো বন্ধ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। এই ঘটনার ভাইরাল ভিডিওতে দেখা যায়, রবিবাসরীয় আমেজে বেঙ্গালুরুর চার্চ স্ট্রিটে ফুটপাতে গান ধরেছিলেন এড শিরান। কিন্তু হঠাৎই সব ভেস্তে দেয় পুলিশ। তখন গায়ককে বলতে শোনা যায়, 'অনুমতি নেওয়া রয়েছে'। তবে বেঙ্গালুরুর ডিসিপি সেন্ট্রাল জানান, “অনুষ্ঠানের এক আয়োজক দেখা করে অনুমতি চান। কিন্তু আমরা জানিয়েছিলাম চার্চ স্ট্রিটে এমনিতেই ভিড় হয় অনেক বেশি। সে কারণে ওই জায়গায় কোনও অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়নি।”
- Related topics -
- বিনোদন
- গায়ক
- সঙ্গীতশিল্পী
- ভাইরাল
- দেশ
- ভারত
- বেঙ্গালুরু