ED on Rajeev Kumar | I-PAC তল্লাশির সময় উপস্থিত ছিলেন, ডিজি রাজীব কুমারের সাসপেনশনের আর্জি ED-র!

Thursday, January 15 2026, 6:37 am
ED on Rajeev Kumar | I-PAC তল্লাশির সময় উপস্থিত ছিলেন, ডিজি রাজীব কুমারের সাসপেনশনের আর্জি ED-র!
highlightKey Highlights

কেন্দ্রীয় এজেন্সির তরফে সুপ্রিম কোর্টে নতুন করে আরও একটি আবেদন করা হয়েছে, সেখানে বলা হয়েছে ডিজিপি রাজীব কুমারকে অবিলম্বে সাসপেন্ড করা হোক।


আইপ্যাক তল্লাশি মামলায় নয়া মোড়। আজ বৃহস্পতিবার মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। তাঁর আগেই সুপ্রিম কোর্টে নতুন করে আরেকটি আবেদন করলো কেন্দ্রীয় এজেন্সি। ইডির অভিযোগ, তদন্ত চলাকালীন পশ্চিমবঙ্গ পুলিশের একাধিক শীর্ষ আধিকারিক গুরুতর অসদাচরণ করেছেন। বিশেষ করে তদন্তে বাধা দিয়েছেন ডিজি রাজীব কুমার। ডিজি রাজীব কুমারের সাসপেনশন চেয়ে আর্জি জানিয়েছে ইডি (ED)। শুধু ডিজিপি নন, রাজ্য পুলিশের কয়েকজন সিনিয়র অফিসারের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি করেছে কেন্দ্রীয় সংস্থা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File