ED | জাল পাসপোর্ট-কাণ্ডে ১৩০ জনের মধ্যে ১২০ জনই বাংলাদেশি! বছরের প্রথম দিন কলকাতা-নদিয়ার একাধিক জায়গায় EDর তল্লাশি!
Tuesday, April 15 2025, 7:01 am

নববর্ষের দিন কলকাতা থেকে নদিয়ার গেদে পর্যন্ত জায়গায় জায়গায় তল্লাশি চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
নববর্ষের দিন কলকাতা থেকে নদিয়ার গেদে পর্যন্ত জায়গায় জায়গায় তল্লাশি চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বাংলাদেশ থেকে ভারতে ঢুকে ভুয়ো পাসপোর্ট বানিয়ে এ রাজ্যে বসবাসের অভিযোগে এই অভিযান চালানো হচ্ছে বলে খবর। জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বিরাটিতে একজনের হদিশ মিলেছে। এছাড়াও কলকাতার বেকবাগানে এক এজেন্টের বাড়িতেও চলছে তল্লাশি। নদিয়ার গেদে সীমান্তেও অনুপ্রবেশকারীদের ধরতে হানা দিয়েছে ED। সম্প্রতি জাল পাসপোর্ট কাণ্ডে আদালতে ১৩০ পাতার চার্জশিট জমা দিয়ে বলা হয়েছে, অভিযুক্ত ১৩০ জনের মধ্যে ১২০ জনই বাংলাদেশি।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
- পাসপোর্ট
- ভারতীয় পাসপোর্ট
- বাংলাদেশ
- ভারত-বাংলাদেশ