ED | মানব পাচার কাণ্ডে পানশালা-রেস্তরাঁয় তল্লাশি ইডির, মিললো বান্ডিল বান্ডিল টাকা!

Sunday, November 9 2025, 5:09 am
highlightKey Highlights

বেআইনি লেনদেন হয়েছে, এমন বেশ কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টও ইডির নজরে এসেছে বলে খবর।


শুক্রবার সকাল থেকে মানব পাচার মামলার সূত্র ধরে দক্ষিণ দমদমের এক ইঞ্জিনিয়ারের বাড়িতে তল্লাশি শুরু করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কেঁচো খুঁড়তে বেরিয়ে আসলো কেঁচোর গর্ত। তল্লাশি চলাকালীন বিভিন্ন রেস্তরাঁ, পানশালাতেও পৌঁছে গেলেন ইডি আধিকারিকরা। শনিবার সেসব জায়গায় থেকে এক কোটি টাকারও বেশি নগদ অর্থ, ইলেকট্রনিক যন্ত্রাংশ এবং দুটি দামি গাড়ি বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। খোঁজ মিলেছে কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টেরও যেখানে বেআইনি লেনদেন চালাতো তিন অভিযুক্ত জগজিৎ সিং, আজমল সিদ্দিকি এবং বিষ্ণু মুন্দ্রা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File