ED Raid | সাতসকালে সল্টলেকে আইপ্যাকের দপ্তরে ইডি অভিযান, তল্লাশি চলছে প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতেও
Thursday, January 8 2026, 7:33 am

Key Highlightsআইপ্যাকের দপ্তরে ইডি অভিযান, তল্লাশি চলছে প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতেও
কলকাতা এবং ঝাড়খণ্ডের কয়লা পাচার মামলায় শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি। এবার কয়লা পাচারের পুরানো একটি মামলায় কলকাতায় অভিযানে নামলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বুধবার রাতেই শহর কলকাতায় পৌঁছে যান ইডির তদন্তকারী আধিকারিকরা। বৃহস্পতিবার সকাল থেকে সল্টলেকে আইপ্যাকের (I PAC) দপ্তরে তল্লাশি চালাচ্ছে ইডি। ইডির আরেকটা দল প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে তল্লাশি চালাচ্ছে। পোস্তায় এক ব্যবসায়ীর বাড়িতেও পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা।
- Related topics -
- শহর কলকাতা
- ইডি
- ইডি অফিসার
- ইডি স্পেশাল ডিরেক্টর
- সল্টলেক


